শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
লোহাগড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে আটক ২
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৪:২৮ PM
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামে যুবলীগ নেতা ওমর শেখ (২৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে দূবৃত্তরা । আহত যুবলীগ নেতা ওমর শেখ কে প্রথমে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। এঘটনায় পুলিশ ২জন কে গ্রেফতার করেছে । 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে যুবলীগ নেতা ওমর শেখ বাতাসী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের শিয়রবরের হারেজ মোল্যার বাড়ির সামনে পৌছালে আগে থেকে পূর্বে থেকে ওৎপেতে থাকা তোরাপ শিকদারের নেতৃত্বে নয়ন, কিয়াম, সাহেব, মামুন, আলেক, হাবিব,রহিমসহ ১২/১৩ জন ওমর শেখ কে ধাওয়া করে নিয়ে হারেজ মোল্যার রান্না ঘরের পাশে ফেলে নৃশংস ভাবে কুপিয়ে যখম করেছে। আহত যুবলীগ নেতা ওমর ও হারেজ শেখের স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

শালনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোকন শেখ, ফুল মিয়া সরদারসহ ৫/৬জন বলেন, তোরাপ শিকদার, নয়ন, কিয়াম, সাহেব, মামুন,আলেক, হাবিব, রহিম শিকদার বিএনপি'র সমর্থক। 

এদিকে নড়াইল জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, ওরা বিএনপি'র সমর্থক না এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এঘটনা ঘটতে পারে। 

লাহুড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক সেলিম উদ্দীন বলেন, এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-২৬, তাং ১৮/১১/২৩ ইং। এজাহার ভুক্ত আসামী তোরাপ শিকদার ও টিপু শিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এটি রাজনৈতিক কোন ঘটনা না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত