গাজীপুরের টঙ্গীতে পিকআপের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকার ফাইসন্স রোডে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাসেম লক্ষীপুর জেলা সদরের মহাদেবপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে। তিনি দত্তপাড়া আলম মার্কেট এলাকায় জনৈক দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চেরাগ আলী মার্কেটের ফাইসন্স রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ আবুল কাসেমকে ধাক্কা দিলে তিনি পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, দূর্ঘটনার পর স্থানীয়রা চালকে আটক করেছে আমরা তাদের উদ্ধার করতে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।