বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:৪০ PM আপডেট: ১৯.১১.২০২৩ ৩:১১ PM
রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে ‌দেখা কর‌তে বঙ্গভব‌নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সংস‌দের বি‌রোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এম‌পি।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে এই সাক্ষাত হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে রওশন এরশাদ বঙ্গভব‌নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান।

জানা গেছে, বি‌রোধীদ‌লীয় নেতা রওশন এরশাদের স‌ঙ্গে বঙ্গভব‌নে যা‌চ্ছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ  ও  কাজী মো. মামুনূর রশিদ।

আগামী নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির অবস্থান কি হ‌বে সে বিষ‌য়ে রাষ্ট্রপ‌তি‌কে অব‌হিত কর‌তে রওশন এরশাদ বঙ্গভবনে যাচ্ছেন বলেও জানা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত