শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
শিবালয়ে জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ২:০১ PM
শিবালয়ে জাতীয় শ্রমিক লীগের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাবেক কৃষক লীগ নেতা মো.অছিয়ার রহমান সিকোকে সভাপতি ও শ্রমিক নেতা মো. মিলন কাজীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ শিবালয় উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অৃনুমোদন দিয়েছেন জেলা কমিটি।

মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার  ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ তোতা যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়। গত ১৪ নভেম্বর মঙ্গলবার কমিটি অনুমোদন দেওয়া হলেও শনিবার সন্ধ্যায় প্রকাশ করেন জেলা কমিটি।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো. আজগর আলী মোল্লা, সহ-সভাপতি মো.কাওছার আহম্মেদ, মো.মোয়াজ্জেম হোসেন মুক্তার, মো.হাবিবুর রহমান জালাল, মো.মতিন মুন্সী, শ্রী সুদেব কুমার সাহা, মো. নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল শেখ, মো. আরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো.মহসিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো.তুষার শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী তপন সরকার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো.সোহেল মল্লিক, সহ-দপ্তর সম্পাদক মো. সজল তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মো.শুকুর আলী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আকাশ মিয়া, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মো. নাসির হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রুবেল আলম হৃদয়, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক শ্রী সুজন সাহা, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক শ্রী তুফান সরকার, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. শাওন শেখ, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক মো. জুয়েল শেখ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো.ছবুর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার এবং ১৪জন কার্যকরী সদস্যসহ মোট ৪৫ সদস্য বিশিষ্ট এ  কমিটি গঠণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত