শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কেশবপুর পৌরসভা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১০:২০ PM
কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে পৌরসভা পর্যাযে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা রবিবার সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমানের সভাপতিত্বে ও ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহীদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন, আছিয়া খাতুন, আসমা খাতুন, পৌরসভার উচ্চমান সহকারী হাবিবুর রহমান, ইমাম আবুল কালাম আজাদ, পুরোহিত কোমল কৃষ্ণ চক্রবর্তী, কাজী ইমাজ উদ্দিন, ইমাম খলিলুর রহমান, রাকিব হাসান প্রমুখ।

সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগী অফিসার নাজমুন নাহার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত