শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
লাইনচ্যুত বগি উদ্ধার করতে এসে বিকল রিলিফ ট্রেন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১:৩৮ PM আপডেট: ২১.১১.২০২৩ ২:৪৬ PM
টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার কাজ করতে এসে ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের ভুমের সেন্সর বিকল হয়ে পড়েছে। ফলে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। 

কর্তৃপক্ষ বলছে রিলিফ ট্রেনের একটি সেন্সর একটু সমস্যা দেখা দেওয়ায় ক্রেনের ভুম বের হচ্ছে না। এ কারনে লাইনচ্যুত বগিটি উদ্ধারে একটু সময় লাগছে। এর আগে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে রিলিফ ট্রেন আসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য।

আজ ভোর প্রায় পাঁচটার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো।

এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়েছে অন্তত ৫টি ট্রেন ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত