নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুরের সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায়।
নিহতের নাম জ্যোতি রায় (৪৫)। তিনি পার্শ্ববতী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ী বেনীরহাটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল ইসলামের ট্রাক্টর ওই মোটরসাইকেল চালক ওই সড়ক দিকে পূর্বদিকে যাচ্ছিলেন আর অপরদিক থেকে ধানবোঝাই ট্রাক্টর পশ্চিমে যাচ্ছিলেন। এসময় ট্রাক্টরের চাপায় নাড়িভূড়ি বাইরে বেড়িয়ে পড়ে মোটরসাইকেল চালক জ্যোতি রায়ের। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।