শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আহত ৭
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮:০৮ PM
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মাধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ৭ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২১ নভেম্বর) সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফুটবল এসোসিয়েশনের পক্ষে থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসময় ফুটবল মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। ফুটবল মাঠে ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ঘটনার পর আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, তুর্য খান (মার্কেটিং), জিয়ন সরকার (ইসলামের ইতিহাস), কবির হোসাইন (ইসলামের ইতিহাস) বিজন রয়(ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট), জাকির হোসেন (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং), সাফি (মার্কেটিং), সিয়াম (মার্কেটিং)। 
=
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিকেলে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা হট্টগোল করে। পরে লাঠি, স্ট্যাম্প ও ব্যাট নিয়ে ফুটবল খেলোয়াড়দের উপর হামলা করা হয়। পরে খেলোয়াড়রা ডায়না চত্বর এলাকায় গিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়। এলোপাতাড়ি লাঠিসোটা দিয়ে হালমা করে উভয় গ্রুপ। আঘাতে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে চিকিৎসা কেন্দ্রে আবারো মারামারি হয়।  চিকিৎসাকেন্দ্রে জড়ো হয়। চিকিৎসাকেন্দ্রের মধ্যেই ফের হাতাহাতি শুরু করে তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'আমরা বিষয়টি জানতে পেরে  পুলিশ পাঠিয়েছি। আবাসিক হলগুলোর এলাকায় অতিরিক্ত পুল মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, 'মারামারি ঘটনার পর প্রক্টরের ফোন পেয়ে মেডিকেলে স্ব শরীরে গিয়েছিলাম। কিছু শিক্ষার্থী আহত হয়েছে। তবে বিস্তারিত এখন বলতে পারছি না। পরে জানাতে পারবো। শঙ্কাযুক্ত জায়গা বিশেষ করে আবাসিক হল এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।' 

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, মেডিকেলে পাঁচজন এসেছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। অন্য বিজন রয়কে পরে কুষ্টিয়া পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত