রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ PM
ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হচ্ছে একজোড়া নতুন ট্রেন। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই ট্রেনের নামকরণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ট্রেনটি প্রথমদিন কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা যাবে। ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। চট্টগ্রামে পৌঁছাবে বিকাল ৩টা ৪০ মিনিটে। ছেড়ে যাবে বিকাল ৪টায়। ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে। আপাতত চট্টগ্রাম থেকে এ ট্রেনের টিকিট বিক্রি করা হবে না।

একইভাবে রাত সাড়ে ১০টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৩টা ৪০ মিনিটে। ভোর ৪টায় এ ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত