শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
নড়াইল জেলা পাবলিক লাইব্রেরী নির্বাচন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১:০২ PM
নড়াইল জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক ও বিজয় টিভির নড়াইল জেলা প্রতিনিধি মো: জিয়াউর রহমান জামী। তিনি নড়াইল জেলা পাবলিক লাইব্রেরী বর্তমান কার্য নির্বাহী সদস্য। 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা পাবলিক লাইব্রেরী কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি পাবলিক লাইব্রেরী নির্বাচনে জয়ী হতে পারলে সকল প্রকার উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাবো। লাইব্রেরীতে বিগত বছর গুলোর মত চুপিসারে কোনো কাজ হবে না, উন্নয়ন মূলক কাজ হবে সকল সদস্যদের সামনে। সকলকে পাবলিক লাইব্রেরী মুখি আনার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। পাবলিক লাইব্রেরীতে যে সকল শিশুরা বই পড়তে আসে তাদের সহ সকলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। পাবলিক লাইব্রেরীকে প্রাণবন্ত ফিরিয়ে আনবো।

এছাড়াও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোটের দিন উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার ভোট আপনি যোগ্য প্রার্থীকে দিবেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর নড়াইল জেলা পাবলিক লাইব্রেরী নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।#
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত