শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নড়াইল-১ আসনে এমপি মুক্তির বিপরীতে নৌকা চান ১১ জন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১:১৭ PM আপডেট: ২২.১১.২০২৩ ১:২১ PM
নড়াইল-১ আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ছাড়াও এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে ১১ জন। নড়াইল সদরের ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা নিয়ে গঠিত নড়াইল-১ আসন। 

বিএম কবিরুল হক মুক্তির দলীয় মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান ওসি, নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারন সম্পাদক শাহ মোঃ ফোরকানসহ দলীয় নেতৃবন্দ।

এ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন,নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতি থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মফিজুরমান.জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অসিত বরন সাহা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন ও  ইমদাদ মিনা। 

বুধবার (২২নভেম্বর) সকালে খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শফিকুল ইসলাম শফিক নড়াইল -১আসনে আওয়ামীলীগের ১১জন মনোনয়ন ফমর সংগ্রহ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন অনেকে চাইতে পারেন। তবে দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবে।#


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত