সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সোনাগাজীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫:১৪ PM
'নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার' এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় সোনাগাজীতে ২৫-৩০ নভেম্বর পালিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। সোনাগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভা বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে ভার্সুয়ালি যুক্ত হয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্লাহ।

সভায় পরিবার-পরিকল্পনা পরিদর্শক-পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, পিপিভি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৫-৩০ নভেম্বর সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সোনাগাজীর ৯ ইউনিয়নে ৯টি উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক, স্থায়ী পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত