দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করার লক্ষে বর্ধিত সভা করেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় টঙ্গী থানা ছাত্রলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবি সিদ্দিক, মশিউর হক নাহিন প্রধান, স্বপন মৃধা, মাহমুদুল হাসান শাহিন, ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর দুই আসনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাসায় ফিরবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া প্রতিটি কেন্দ্র কমিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোটার স্লিপ দিয়ে ভোট নিশ্চিত করা নির্দেশনা দেন।