সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কাজিপুরে সাব-রেজিস্ট্রারকে হুমকির অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:৩৬ PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজকে দেখে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফের বিরুদ্ধে।

গত ২০ নভেম্বর  সোমবার  বিকাল ৩ টা ৫০ মিনিটে সরকারি দায়িত্ব পালনকালে মোবাইল কলের মাধ্যমে হুমকি দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা ।

সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, গান্ধাইল সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দায়িত্ব পালন কালে। সোমবার বিকাল ৩ টা ৫০ মিনিটে  আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে জনৈক ব্যক্তি কল করেন। তিনি নিজেকে গান্ধাইলের সাবেক ইউ.পি চেয়ারম্যান আশরাফ বলে পরিচয় দেন এবং আমাকে একটি দলিল রেজিস্ট্রেশনের ব্যাপারে বিধি বহির্ভূতভাবে চাপ প্রয়োগ করেন। অন্যথায়, তিনি আমাকে গান্ধাইল হতে চলে যেতে বলেন নতুবা তিনি আমাকে গান্ধাইলে থাকতে দিবেন না বলে হুমকি প্রদান করেন।

তিনি আমাকে দেখে নেয়ার হুমকি দেন এবং অনন্ত্র বদলি করবেন বলে শাসান। এ ঘটনার পর থেকে আমি নিজ কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি।
যা আমার সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাচ্ছে।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  একটি অভিযোগপত্র প্রেরণ করেন বলে জানান।

এ বিষয়ে গান্ধাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তাকে কোন চাপ বা হুমকি দেয়া হয়নি। দলিলে জন্য  রিকোয়েস্ট করা হয়েছে।

জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা এখতিয়ার বহির্ভূত কথা বলছে  সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি অফিসার ইনচার্জ  কাজিপুর থানাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি  দিয়েছি।  পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত