মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ঘোড়াঘাটে ফিতা কেটে আমন ধান সংগ্রহের উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:২৩ PM
দিনাজপুরের ঘোড়াঘাটে ফিতা কেটে সরকারিভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ হাট খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। 

রাণীগঞ্জ খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোবধনী ্অনুষ্ঠানে কৃষক মো. শহিদুল ইসলাম আকাশের নিকট থেকে ১ মে, টন ধান ক্রয়ের মাধ্যমে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার ৪টি খাদ্য গুদামে ৪৩০ মে,টন ধান ও ৮৩০ মে,টন চাল ক্রয় করা হবে। 

এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো রফিকুল ইসলামের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাহমুদুল হাসান। 

উদ্বোধন কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুছ আলী মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আকাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ ্অফিসার মোছা, উম্মে সালমা, উপজেলা খাদ্য পরিদর্শক মো, আবু রায়হান হক,  রাণীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মো. রেজবানুল হক, হরিপাড়া হাট খাদ্য গুদাম কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, ঘোড়াঘাট  খাদ্য গুদাম কর্মকর্তা মো, বাবুল মিঞা, ডুগডুগী হাট খাদ্য গুদাম কর্মকর্তা মোছা. আনোয়ারা বেগম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এম এ গাফফার প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ ও এলাকার বিভিন্ন কৃষকগণ উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত