কিশোরগঞ্জে গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠা উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় কিশোরগঞ্জ জেলা টেলিভশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে কেক কাটা আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম ফকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এম.এ আজিজ, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, মানবকণ্ঠ পত্রিকার করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।