নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচীর কাজে বেরিয়ে পথিমধ্যে অটো চাপায় মিনতি রানী সিকদার(৫০) নামে এক দিনমজুর নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে ২নং ওয়ার্ডে ইন্দেরহাট দৈহারি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনতি ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের রাম কৃষ্ণ সিকদারের স্ত্রী।
৪০ দিনের কাজের প্রকল্পের সভাপতি ইউপি সদস্য কাঞ্চি ঢালী বলেন, ওই নারী নিয়মিত ন্যায় চল্লিশ দিনের কাজে আসছিল। পথিমধ্য বেলেডাঙ্গা গ্রামে পৌছলে পিছন থেকে দ্রুতগামী একটি অটো তাকো চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রাজিব সিকদার বলেন, তার চাচি প্রতিদিনেরমত বাড়ী থেকে কাজে বেরিয়েছিলেন। পথিমধ্য একটি অটো তাকে চাপা দেয়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দৈহারি ইউপি চেয়ারম্যান মো: জাহারুল ইসলাম জানান, ওই নারী বাড়ী থেকে চল্লিশ দিনের প্রকল্পের কাজে আসছিল। পথিমধ্য একটি অটো গাড়ী তাকে চাপা দেয়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নেছারাবাদ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো: ওহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।