নীলফামারী তে দৈনিক বাংলাদেশ বুলেটিনের সপ্তম বর্ষে পদার্পণ ও ৬ ষ্ঠ প্রতিষ্ঠালগ্ন স্মৃতিময় ও স্মরণীয় করে রাখতে (২৫ নভেম্বর ২০২৩ শনিবার) প্রেস ক্লাবে সকাল ১১ টায় আমন্ত্রিত অতিথিদের সাথে আলোচনা সভা ও মিষ্টিমুখ করে ভালোবাসার বন্ধনে মিলিত হয়েছে বিভিন্ন শ্রেনী পেষার মানুষ সহ সকল সংবাদ কর্মীরা।
বাংলাদেশ বুলেটিন পত্রিকার নীলফামারী প্রতিনিধি সুভাষ বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি ই উ পি এফ) নীলফামারী জেলা শাখার সভাপতি মো: হেদায়েত আলী শাহ ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবেরর সাধারন সম্পাদক হাচান রাব্বি প্রধান (আর টি ভি), মিলাদুর রহমান মামুন (এটিএন বাংলা) শিস রহমান( সম্পাদক নীলফামারী বার্তা)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডোমার উপজেলা প্রতিনিধি রতন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি মাহামুদ আল হাসান (রাফিন)। অনুষ্ঠান টি প্রাণবন্ত করতে সহযোগিতা করেন খোলা কাগজ প্রতিনিধি মো: মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় গণমানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকাটির সফলতা ও মঙ্গল কামনা করা হয়।