নোয়াখালীর কোম্পনীগঞ্জের কৃতি সন্তান, ফেনী জেলা পরিষদ'র নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী শামীম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন কর্তৃক উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁর নিজ গ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর ) বিকালে ও রাতে একই দিন তিনটি সংগঠন কর্তৃক পৃথক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়। বিকাল ৪ টায় রামপুর ইউনিয়নে আলী আহমেদ সমাজে মোসলেমীন জামে মসজিদ ও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে। এছাড়াও রাত ৮ টায় চাপ্রাশিরহাট কাবাব হাউজ এন্ড পার্টি সেন্টারে তাঁর বন্ধু মহলের উদ্যোগে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নে মোসলেমীন জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম'র সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি জহির আহমেদ, সমাজ কমিটির পক্ষে মদন মিয়া, হেদায়েত উল্যাহ, ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব সভাপতি নূরনবী মাসুম প্রমুখ। রাত ৮টায় বন্ধু মহলের পক্ষে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন সাংবাদিক সোহরাব হোসেন বাবর, ছালেহ উদ্দিন বিপ্লব, সাংবাদিক এএইচ এম মান্নান মুন্না, ব্যাংকার নুর মোহাম্মদ সুমন, মো: আলা উদ্দীন, ইব্রাহিম মাসুদ, মাস্টার আবদুল কাদের, নজরুল ইসলাম, এনায়েত উল্যাহ ফয়সাল, আলমগীর মিয়া, শোয়েব নবী সোহাগ, আকবর হোসেন হারুন, গাজি উল শ্যামল, শরীয়ত উল্যাহ তুহিন, আলা উদ্দীন আজাদ, মাওলানা রফি উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত আদেশে তিনি এই পদোন্নতি পান। আজগর আলী বর্তমানে ফেনী জেলা পরিষদ'র নির্বাহী কর্মকতা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর এই সাফল্যে এলাকাবাসী উচ্ছ্বাসিত এবং তার উত্তরোত্তোর সাফল্য কামনা করেন।