রাজবাড়ী বালিয়াকান্দিতে জেলা হাজী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সাকলে গোয়াইলবাড়ী সিদ্দিকীয়া আইন উদ্দিন আহম্মদ ওয়াজেদুননেছা হাফিজি মাদরাসা ও এতিমখানার আয়োজনে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আ.স.ম গোলাম মোস্তফার সভাপতিত্বে ও বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভান্ডারিয়া দরবার শরিফের (পীর)মাও মো.সিরাজুম্মুনির, সংগ্রাম পুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল কাশেম, বৃচিত্রা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও: আব্দুল হাইজোয়াদ্দার,বহরপুর হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আকমল হোসেন প্রমুখ। বক্তারা ইমান-আমলের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পরে দোয়া অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫শতাধিক হাজিগন অংশগ্রহণ করে।