বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
গুরুদাসপুরে অপহরণ মামলায় ইউপি সদস্য আটক
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪:৩৮ PM
নাটোরের গুরুদাসপুরে মিজানুর রহমান নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপন নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইউপি সদস্য ও তার সহযোগী। শুক্রবার দিবাগত গভিররাতে গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাকৃত ইউপি সদস্য সেলিম হোসেন নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের দুখু মিয়ার ছেলে। তিনি হালসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি মুক্তার হোসেন একই গ্রামের বাসিন্দা। অপহরণের শিকার যুবক মিজানুর রহমান কাজল গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের সাহেদ আলীর ছেলে। এঘটনায় চারজনকে অভিযুক্ত করে শুক্রবার গুরুদাসপুর থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন মিজানুরের বড় ভাই আব্দুল কাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিজানুর রহমানকে গুরুদাসপুরের নাজিরপুর বাজার থেকে অপহরণ করে ইউপি সদস্যের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে নিয়ে মিজানুরকে শারিরীক নির্যাতনের পর সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। শুক্রবার সন্তানের খোঁজে গেলে মিজানুরের পিতাকেও মারধর করে আটকে রাখা হয়। পরে মিজানুরের পরিবারের পক্ষ থেকে মুক্তিপনের সাড়ে তিন লাখ টাকা দেওয়ার কথা বলা হয়। টাকা নিতে শুক্রবার রাতে ইউপি সদস্য সেলিম ও মুক্তার হোসেন গুরুদাসপুরের মকিমপুর গ্রামে এলে এলাকাবাসী তাদের আটকে পুলিশে খবর দেন।

অপহরণের শিকার মিজানুরের বড়ভাই মামলার বাদি আব্দুল কাদের বলেন, বৃহস্পতিবার দুপুরে তার ভাইকে অপহরণ করে আটকে রেখে মক্তিপন দাবি করা হয়। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছিলেন। শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারের পর পুলিশ বাগরোম গ্রাম থেকে তার ছোটভাই মিজানুর ও পিতা সাহেদ আলীকে উদ্ধার করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত