দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ৭ম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তার মনোনয়ন পাওয়ার খবরে মাদারগঞ্জ-মেলান্দহের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
গত রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন। আসনটি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সংসদের ১৪০ নম্বর নির্বাচনী এলাকা জামালপুর-৩ আয়তন ৪৭৮.৪২ কিলোমিটার। মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮০ হাজার ১৭২ জন। অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭২ জন। অর্থাৎ দুই উপজেলার ১৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা মিলে এ আসনের মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ২৪৪ জন।
জামালপুর-৩ আসনটি বহু আগে থেকেই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। মির্জা আজম এমপি এই আসন থেকে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও এ আসন থেকে মির্জা আজমই বারবার এমপি নির্বাচিত হয়ে আসছেন।
উলে¬খ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।