বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
এমপি নয়নের পুনরায় মনোনয়ন পাওয়া নেতাকর্মীদের উচ্ছাস
লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮:৩২ PM আপডেট: ২৭.১১.২০২৩ ৮:৩৪ PM
লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে নৌকা প্রতীকে পুনরায় মনোনয়ন দেওয়ায় উচ্ছাস করেছে ওই নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) এমপি নয়নকে বরণ করে নেয় রায়পুর এবং সদরে একাংশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। 

নৌকা মনোনয়ন নিয়ে সকালে ঢাকা থেকে সড়ক পথে রায়পুর শহরে আসনে এমপি নয়ন। এসময় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন তিনি৷ এসময় তার সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নয়ন। 

দুপুরে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে আসেন নুর উদ্দিন চৌধুরী নয়ন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় নৌকা প্রতীকে ভোট চান তিনি। 

এ আসনের নেতাকর্মীরা জানান, নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রায় আড়াই বছর ধরে এ আসনের সংসদ সদস্য হিসেবে আছেন৷ তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতেও সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে অবদান রাখবেন। নৌকার মনোনয়ন দেওয়ায় দলনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মীরা। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত