নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে আরফিনা (৩২) নামে এক গৃহবধু আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ নভেম্বর) সকালে শহরের কয়া গোলাহাট এলাকায় গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের পিছনে ওই ঘটনাটি ঘটে। ওই দিন সকাল ১০ টায় ভিতর থেকে দরজা বন্ধু গৃহবধুর নিজ বাসায় গলায় ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আরফিনা একই এলাকার কামার দোকানদার লিটনের স্ত্রী। মহল্লার লোকজন জানায়, পারিবারিক কলহের কারণে আরফিনা আত্মহত্যা করতে পারে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, মরদেহটি তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।