রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আ.লীগ সভাপতি ও বর্তমান সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ৬ষ্ঠ বারের মতো দলীয় প্রতীক নৌকা পাওয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন জননেত্রী শেখ হাসিনার আমার ওপর আস্থাছিল সে কারনেই তিনি পুনরায় আমাকে নৌকা দিয়েছেন।
তাই সকলকে বিভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নৌকা প্রতীক পাওয়ায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।