টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল-ইজিবাইকের সংর্ঘষে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নে নেদুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেরিবাইদ ইউনিয়নের আজাহার আলীর ছেলে জুয়েল রানা (৩০)।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে একটি ইজিবাইক গারো বাজার থেকে মোটের বাজারে যাচ্ছিলো। এসময় ইজিবাইকটি নেদুর বাজার এলাকায় পৌঁছালে চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয় আরো তিন জন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।