আগামী জানুয়ারি থেকে সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সাভারের আমিন বাজারে ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের ল্যান্ডিং ফিল স্টেশনের প্রকল্পটির জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান তার সাথে ছিলেন।
মেয়র আতিক জানান, ২০২৬ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি থেকে শুরু হবে। প্রতি ঘণ্টায় উৎপাদন হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য প্রকল্পটির কাজ পাওয়া চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কে প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে ডিএনসিসি। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রীডে। কিনে নেবে বিদ্যুৎ বিভাগ।
এ প্রকল্পের জন্য ৩০ একর জমির উপর ৩০ ফুট গভীর নালাকে মাটি ভরাট করা হয়েছে। প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্য তাদের সরবরাহ করতে হবে। বর্জ্য সরবরাহ ব্যাহত হলে কিংবা বিদ্যুৎ উৎপাদন না করতে পারলে উভয় পক্ষকেই ১০০০ ডলার করে প্রতিদিন জরিমানা গুনতে হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে চীন সরকার ১২ হাজার কোটি টাকা ব্যয় করবে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান জানান, স্মার্ট দেশ গঠনে বাংলাদেশের পাশে আছে চীন। পুরো প্রকল্পটিতে অর্থায়ন করছে তারা। প্রথম পর্যায়ে ২৫ বছর প্রকল্পটির দ্বায়িত্ব থাকবে চীনের সিএমইসি।