বহুল প্রচারিত "বাংলাদেশ বুলেটিন" এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মিষ্টি বিতরণ এর আয়োজন করা হয়।
জেলা প্রতিনিধি শহিদ জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সমাজের কাগজের সম্পাদক জিএম সোহরাব হোসেন ,প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান,বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, লোকসমাজ,পত্রিকার চিফ রিপোর্টার,ও সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংবাদিক ইউনিয়ন যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে সাংবাদিকদের মাঝে মিষ্টিমুখ ও চারচক্রের আয়োজন করা হয়।