রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় আটক ১
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১:৫২ PM
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের ওয়াশফিটে মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন সুমন (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার। বুধবার বিকেলে শহরের ফতেমোহাম্মাদপুর রেলওয়ে হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন ঈশ্বরদী শহরের রহিমপুরের শৈলপাড়া গোরস্তান সংলগ্ন তাইজুল ইসলামের ছেলে।

রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, গত সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের উত্তরপাশে ওয়াশফিটে ধৌত করার জন্য ঢাকা-ঈশ্বরদী-রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রেল রুটে চলাচলকারী মেইল-৯৯ ট্রেনটি ইঞ্জিন ছাড়া রাখা ছিল। এই সময় ট্রেনটি ৫৫৫৬ নং (ছ-কোচ) বগিতে ৭/৮ জনের একটি দুর্বৃত্তদল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঈশ্বরদীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোচটি ভেতরের ১১ টি সিট পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির দায়িত্বে থাকা এসআই হারুনুজ্জামান রুমেল বলেন, এই ঘটনায় রেলওয়ের স্টেশন সুপারিন্টেন্ড (এসএস) মোঃ মহিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় থানা পুলিশ সুমন নামের সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বলে শুনেছি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটককৃত  সুমনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে সুমন ট্রেনের বগিতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত