চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে গণ মানুষের দৈনিক বাংলাদেশ বুলেটিন পাঠকের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে বুলেটিন স্বাধীনতার স্বপক্ষের একটি সংবাদ মাধ্যম হিসেবে আগামীতে আরো খ্যাতি অর্জন করবে। প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বুলেটিন সেই অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখবে৷
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কনভেনশন হলে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চসিক মেয়র এসব কথা বলেন৷ দিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বর্ষপূর্তির কেক কাটেন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন৷
কামরুজ্জামান রনির সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিনকে সত্যিকারের গণ মানুষের দৈনিক আখ্যা দিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম শামীম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারউল আলম নোবেল, এপোলো শপিং সেন্টারের স্বত্বাধিকারী নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুব সংগঠক নুরুল আজিম রনি সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।