মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিংড়ায় অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৭০কেজি গাঁজা, আটক ২
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ২:০৯ PM
নাটোরের সিংড়া উপজেলায় অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিমের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কুড়িগ্রাম থেকে রোগী পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি অ্যাম্বুলেন্স পাবনার দিকে যাচ্ছে। এই খবরের সূত্র ধরে সকালে সিংড়া উপজেলার খেজুরতলা বাজারে চেকপোস্ট বসানো হয়।

এ সময় রোগীবিহীন ওই অ্যাম্বুলেন্সের সিটের নিচ থেকে ১৯টি প্যাকেটে মোড়ানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক কামরুল হাসান ও সহযোগী রবিউলকে আটক করা হয়েছে।

তাদের বাড়ি কুড়িগ্রাম ও রংপুরে। এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত অ্যাম্বুলেন্সে মাদক পাচার করে আসছিলো বলে জানান উপ-পরিচালক।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত