শ্রীমঙ্গলে আজ সকালে ভূমিকম্প অনুভুত হয়েছে। এ সময় বিভিন্ন ভবন, বাসা-বাড়ি কেঁপে ওঠে। আতংকিত লোকজন বাসা-বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ আনিসুর রহমান আনিস ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জানান, আজ শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদারের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত শ্রীমঙ্গলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।