বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সোনাগাজীতে ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ'র ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১:০৪ PM
সেচ্ছাসেবী সংগঠন ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ'র ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী  বর্ণাঢ্য আয়োজনে সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজীর হাট স্লুইস গেইট ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ'র সংলগ্ন মাঠে ১ ডিসেম্বর (শুক্রবার ) রাতে পালিত হয়।

অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের সভাপতি মাঈন উদ্দিন লিটন'র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ'লীগের সভাপতি আবুল কাশেম, ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, দৈনিক আমার ফেনীর সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, সৌদি প্রবাসী মোশারফ হোসেন, উত্তর চর সাহাভীকারী সমাজ সভাপতি ইমাম উদ্দিন, সৌদি প্রবাসী ইমাম উদ্দিন, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন, সেনা সদস্য মোঃ পারভেজ, প্রবাসী এমরান হোসেন সোহেল, ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের এর সহ সভাপতি আবদুল কাইয়ুম, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক আবদুল কাইয়ুম রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ।

ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদ ২০০৯ সালের ১ লা ডিসেম্বর স্থাপিত হওয়ার পর থেকে খেলাধুলার পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, গরীব অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সাহায্য, বৃক্ষরোপণ কর্মসূচি, যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, মাদক ও ইভটিজিং বিরোধী কর্মসূচি সহ নানা সামাজিক কার্যক্রমের অবদান রাখার জন্য ২০২২ ও ২৩ সালে উপজেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা অর্জন করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত