শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সৈয়দপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা ‘উদ্ভাবনের আনন্দ’
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৮ PM
নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা ‘উদ্ভাবনের আনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) শহরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই মেলা অনুষ্ঠিত হয়। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএচএফ) এটির  আয়োজন করে।

মেলায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৩টি স্কুলসহ সৈয়দপুরের হোপ ইন্টারন্যাশনাল স্কুল, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবর্ডিনেট কলোনী প্রাইমারি স্কুল, আল-ফারুক একাডেমী ও সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ মোট ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং নিজেদের উদ্ভাবন প্রজেক্টগুলো তুলে ধরে।

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসাইন এর সভাপতিত্বে বিজ্ঞানমেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন প্রমুখ। এছাড়া সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিজ্ঞান মেলায় সেরা উদ্ভাবনের জন্য বিজয় সাবর্টিনেট কলোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্স আপ ইটস হিউম্যানিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসাইন বলেন, বিজ্ঞানমেলায় আসা প্রতিটি শিক্ষার্থীদের মাঝে এভাবেই সৈয়দপুরসহ  বাংলাদেশের প্রতিটি জেলায় শিক্ষার উন্নয়নের আমরা কাজ করে যাবো আশা করছি। শিক্ষার্থীরা বিজ্ঞানমেলায় অসাধারণ সব উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে আসার পাশাপাশি সকলের সামনে সেগুলো উপস্থাপনা করার সুযোগ পায়। এবারের বিজ্ঞান মেলায় সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিলেন কালারস এবং আল মাতরুসী। মেলায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেনের অন্যান্য কর্মকর্তা ও পরিচালিত স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত