জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আজ শনিবার (২ ডিসেম্বর) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় সবার সম্মতিক্রমে আবারও আ আ ম স আরেফিন সিদ্দিককে সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইমামুল হককে নির্বাহী সভাপতি এবং অধ্যক্ষ কাজী মিজানুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোকে অর্থ আত্মসাৎ, চাকরি বাণিজ্য, কমিটি বাণিজ্য এবং বিভিন্ন অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ প্রতিষ্ঠার পর ড. এম এ ওয়াজেদ মিয়ার অসুস্থতা এবং তৎকালীন দেশের রাজনৈতিক বৈরি পরিবেশের কারণে এর কার্যক্রম শুধুমাত্র ঢাকা শহরেই দু-একটি অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ ছিল। তাঁর মৃত্যুর পর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর তাঁরই গতিশীল নেতৃত্বে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সংগঠনটি বিস্তৃত হয়।