শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
মানিকগঞ্জে সাবেক এমপি মান্নানসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:১৭ PM
মানিকগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার প্রার্থীদের উপস্থিতিতে সকল কাগজ পত্র যাচাই বাছাই শেষে  তাদের মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা রেহেনা আকতার। 

এদের মধ্যে ঋণ খেলাপি এবং প্রয়োজনীয় ভোটারদের সাক্ষরে গড়মিল থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন বেশিরভাগ। তবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে তারা এ বিষয়ে অপিল করতে পারবেন।

বাতিল হওয়াদের মধ্যে ২ জন ঋণ খেলাপি। মানিকগঞ্জ—২ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য এসএম আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ—৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম রুবেল রয়েছেন। 

এদিকে আব্দুল আলী বেপারী নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা পর পরই তিনি বেহুশ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত