শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:২২ PM
নীলফামারীর সৈয়দপুর স্টেশনের অদূরে পাবলিক টয়লেটের কাছে ট্রেনে কাটা পড়ে জায়েদ (৫৫) নামে এক ছাতা ব্যবসায়ী মারা গেছে। 

তাঁর পিতার নাম শহীদ আবেদ আলী। রোববার দুপুরে (৩ ডিসেম্বরন) তিনি শহরের মুন্সিপাড়ার বাসা থেকে  ওই পথে দোকানে আসার পথে রাজশাগী-চিলাহাটিগামী তিতুমীর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি চিলাহাটি- সৈয়দপুর রেলপথে কাটা পড়ে মারা গেছেন।

এর আগে সকালে নীলফামারী-সৈয়দপুরের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি জেলা সদরের ঘোনপাড়ার মৃত জবান আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথে খয়রাত নগর এলাকায় চিলাহাটি- ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায়। অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় এলাকার লোকজন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে রেলে কাটা পড়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত