বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
মায়েদের আরও দায়িত্বশীল হতে আখাউড়ায় মা সমাবেশ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৪ PM
মানসম্মত শিক্ষা ও সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাক্তিগত সহকারী শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহআলম খন্দকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার তিন শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সন্তানদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবে না, একইসাথে ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  মোঃ সাজ্জাদ হোসেন, আমোদাবাদ আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মজনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অহিদ ভুঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রাজিব উদ্দিন ভুঁইয়া ও মোঃ শাহারিয়া মোল্লা প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত