শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
নেত্রকোনা-৫ (পূর্বধলা) তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১:১৯ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে দলীয় ৩ প্রার্থী ছাড়া স্বতন্ত্র ৩ প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ রবিবার (৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটিপূর্ণ থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন। 

মনোনয়ন বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)’র কৃষি প্রকৌশল বিভাগেন চেয়ারম্যান ও বাকৃবি’র ছাত্রলীগের সাবেক জিএস ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন ও ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম সোহেল ফকির।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী। দলীয় তিন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন বলেন, ১ ভাগ ভোটারের সমর্থনের তালিকায় ত্রুটির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আপিল করবেন। মনোনয়ন বাতিলকৃত অপর দুই প্রার্থীও রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত