মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২১ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫
ইবি শাপলা ফোরামের সভাপতি ড. পরেশ, সম্পাদক ড. রবিউল
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৪০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচিত ১৫জন প্রতিনিধিদের নিয়ে আলোচনা সাপেক্ষে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। 

কমিটির অন্যরা হলেন - সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী সেন, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। প্রাপ্ত ভোট সংখ্যা অনুসারে কার্যনির্বাহী সদস্যরা হলেন- অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (১ম), অধ্যাপক ড. আনোয়ার হোসেন(২য়), অধ্যাপক ড. মাহবুবর রহমান(৩য়),  অধ্যাপক ড. মো. মামুনুর রহমান(৪র্থ), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার(৭ম), অধ্যাপক ড. আনোয়ারুল হক(৯ম), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১০ম), অধ্যাপক ড. শেলীনা নাসরীন(১১তম), অধ্যাপক ড. শাহজাহান মন্ডল(১৪তম), ড. মো সাজ্জাদ হোসেন(১৫তম)।

প্রসঙ্গত, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় কার্যনির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা  করা হয়। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (১২৩) ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায় একই বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১২২) । নির্বাচন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান ভোটগণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৪ জন। তবে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত