ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের বিএনপি’র সদস্য শেখ যাদু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছেন সরাইল থানার পুলিশ।
গতকাল রোববার রাতে শাহজাদাপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ যাদু মিয়া উপজেলার শাহজাদাপুর গ্রামের শেখ বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নাশকতা ও বিস্ফোরণ মামলার আসামী যাদু মিয়া। গত রোববার রাতে শাহজাদাপুর শাহী দরগাহ মাঠের মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারূকী ওরফে বরূনার পীর। ওই মাহফিলে যাওয়ার পথে গাড়ির গতি রোধ করে খোয়ালিয়ার এলাকায় মুফতি হুজুরের উপর হামলা চালানোর চেষ্টা করে যাদু মিয়া। রাতেই অভিযান চালিয়ে যাদু মিয়াকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ মামলার আসামী বিএনপি নেতা যাদুকে রোববার রাতে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছি।