শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শিশুদের নিয়ে ইবি কাম ফর রোড চাইল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:৫১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সি আর সি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 'থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত' এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ডায়েনা চত্বর থেকে র-্যালি বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্ত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানটি সিআরসি ইবি শাখার সভাপতি মো: শাহীদ কাওসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী, মার্কেটিং বিভাগ সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক নয়ন, সাধারণ সম্পাদক আকতারুল আলম সুমন প্রমুখ।

প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত