মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
মোরেলগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:২৭ PM
বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করার ঘটনায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার বিদাগত রাত ১১ টার দিকে আহত যুবলীগ কর্মীর পিতা মো. আমির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাজহাহান মাঝিসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ৮জনকে আসামি করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে। গ্রেফতার হওয়া আসামিরা হচ্ছেন, মো. আক্কাস হাওলাদার ওরফে আকা(৪৫), রেজোয়ান হোসেন  সম্রাট (২৫) ও নাজমুল শেখ(২৫)। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে কামলা গ্রামের যুবলীগ কর্মী তৌহিদুলকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

এ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইদুর রহমান বলেন, তৌহিদুলকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত