সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
চাটখিলে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৪ PM
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পাতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে ২ দিন ব্যাপি বিভিন্ন ক্যাটাগরির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান মেলা।

এতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগীতা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে নিজেদের তৈরি করা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

উপজেলা সুপারভাইজর আমজাদ হোসেনের সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইঁয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এতে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির গবেষক, নাসিম আহমেদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ আলম, সহকারি প্রোগ্রামার মিজানুর রহমান সবুজ, প্রাণী সম্পদ অফিসার ডা. মোহাম্মদ শাহাদাত, মৎস্য অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত