শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ PM
মুসলিম বিশ্বের প্রতিবাদের পর জনসন্মুখে কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ‘একটি স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের জন্য তাত্পর্যপূর্ণ ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রতি অনুপযুক্ত আচরণ’ শিরোনামে উত্থাপিত বিলটি বৃহস্পতিবার ৯৪-৭৭ ভোটে পাস হয়।


এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ পবিত্র কোরআন পোড়ালে এখন থেকে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর এই ধরনের অপরাধের জন্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে।

ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআনে আগুন দিলে মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

আইন পাসের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত