১৯৭১ সালের ৮ ডিসেম্বও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়। দিবসটি স্মরণে হাজীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঢাক-ঢোল পিটিয়ে, জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন রণাঙ্গণের বীরমক্তিযোদ্ধা বৃন্দ।
র্যালিটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীরমুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সৈয়দ আহমেদ মজুমদার, আনোয়ার হোসেন বতু, আলী আকবার খান, আবদুল মান্নান বেপারী প্রমূখ।