শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ইসির অনুমোদনে নারায়ণগঞ্জের বদলী হলো ৪ থানার ওসি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ PM
আগামী নির্বাচন কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলী হয়েছে। এরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক, রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ও সোনারগাঁও থানার ওসি মাহবুব হোসেন।

এদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলি করা হয়।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এবং আশুলিয়া থানার ওসি এসএম কামরুরুজ্জামানকে সোনারগাঁও থানায় বদলি করা হয়েছে।রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদকে আশুলিয়া থানায় এবং সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রূপগঞ্জ থানায় বদলি করা হয়েছে।

প্রসঙ্গত: রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ২০২১ সালের ২২ মে যোগদান করেছিলেন।। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ২০২২ সালের ১১ জানুয়ারি যোগদান করেন। বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক ২০২০ সালের ১৯ অক্টোবর যোগদান করেন এবং সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম ২০২১ সালে যোগদান করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত