মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
৫ থানার ওসির বদলি যশোরের বিভিন্ন থানায়
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৪ PM আপডেট: ০৮.১২.২০২৩ ৫:৪৫ PM
যশোর জেলার ৫ থানার ওসিকে নিজ জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

যশোর জেলা পুলিশ অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যশোরে জেলার বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে ঝিকরগাছা থানায় বদলি করা হয়েছে। আর ঝিকরগাছার থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় যোগদান করতে বলা হয়েছে।

শার্শা থানার ওসি আকিকুল ইসলামকে অভয়নগর থানায় বদলি করা হয়েছে। আর অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে মণিরামপুর থানায়। এছাড়া মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় বদলি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, বদলির নির্দেশ প্রাপ্ত পাঁচ ওসি আজ শুক্রবার বিকেলেই নতুন কর্মস্থলে যোগদান করবেন। জেলার বাকি চার থানা যথাক্রমে যশোর কোতোয়ালি, চৌগাছা, কেশবপুর, ও বাঘারপাড়ার ওসিদের বদলি করা হবে কি না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত