সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১:৩৭ PM
উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পরে, সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার আশ্রাফ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত