নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানকে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে ওই প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।
সহকারি অধ্যাপক ফারুক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান।
আলোচনা শেষে অতিথি (ইউএনওকে) প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হানকে দিনাজপুর সদরে এবং পাবর্তীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈলকে সৈয়দপুরের ইউএনও হিসাবে বদলি করা হয়েছে।